৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য সরকারের ঠাঁসা কর্মসূচি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি।। সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল নেতাজী জন্মজয়ন্তী এবং ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হবে৷ আগামীকাল আগরতলায় নেতাজী জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের মাঠে৷ সকাল সাড়ে ৮টায় এখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সন্ধ্যা সাড়ে ৫টায় ত্রিপুরা হর্টিকালচার সোসাইটির উদ্যোগে রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷

প্রজাতন্ত্র দিবস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে ২৪ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ ট্রেনিং একাডেমি ময়দানে অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ৷ বিকেল ৪টায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে বসে আঁকো এবং আলপনা প্রতিযোগিতা৷ সন্ধ্যা ৬টায় হেরিটেজ পার্কে সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ২৫ জানুয়ারি সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা৷ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আগরতলায় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে৷

এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন৷ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার ও পদক প্রদান৷ প্রজাতন্ত্র দিবসে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল সাড়ে ৬টায় গান্ধীঘাটে গান্ধীবেদীতে মাল্যদান করে জাতির জনককে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে৷ পোস্ট অফিস চৌমুহনিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে৷ সকাল সাড়ে ৭টায় ক্যাপিটেল কমপ্লেে’ নতুন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷

সকাল সাড়ে ১০টায় হাসপাতালের রোগী, অনাথ আশ্রম, দুঃস্থ আবাসের আবাসিক এবং কেন্দ্রীয় কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে৷ বিকাল ৪টায় পুরাতন রাজভবনে আয়োজন করা হয়েছে ঘরোয়া অনুষ্ঠানের৷ সন্ধ্যা সাড়ে ৫টায় রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হবে৷ সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে৷ রাত সাড়ে ৮টায় মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপজাতি নেতৃবৃন্দের সাথে প্রীতি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?