অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েকদিন আগেই। কার্যকর হচ্ছে শনিবার ২৩ জানুয়ারি থেকে। বীরনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে কালকা মেলের নাম বদলে করা হল ‘নেতাজি এক্সপ্রেস’। শনিবার নেতাজির জন্মদিন থেকেই নতুন নাম নিয়ে ছুটবে কালকা মেল। কেন কালকা মেলের নাম বদলে দেওয়া হল?
এক সময় এই কালকা মেলে চড়েই নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিলেন দেশমাতার এই বীরসন্তান। সে কারণেই নেতাজির প্রতি সম্মান জানাতে কালকা মেলের নাম বদলান হল। কেন্দ্র এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, দেশ মায়ের বীরসন্তানকে এভাবে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সমস্ত রেলকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই নামকরণের সিদ্ধান্তে অত্যন্ত খুশি। অনেকেই জানতে চেয়েছিলেন, এত ট্রেন থাকতে হঠাৎ করে কেন কালকা মেলের নাম নেতাজির নামে করা হল।
রেলমন্ত্রী আওর জানিয়েছেন, আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাব, ১৯৪১-এ কালকা মেল ধরতেই জানুয়ারির এক মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে নেতাজি ব্রিটিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিলেন।
তবে সেদিন তিনি হাওড়া স্টেশন থেকে ওই ট্রেন ধরেননি। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিতে তিনি ঐতিহাসিক গোমো স্টেশন থেকে ট্রেন ধরেন। তবে সে সময় অবশ্য ওই ট্রেনের নাম কালকা মেল ছিল না। সে সময় ট্রেনটির নাম ছিল হাওড়া-পেশোয়ার এক্সপ্রেস।
সেই আপ হাওড়া পেশোয়ার এক্সপ্রেস ধরেই নিরুদ্দেশের পথে রওনা হয়ে গিয়েছিলেন দেশের এই বীরসন্তান। উল্লেখ্য, এই নিয়ে কালকা মেলের নাম দ্বিতীয়বার বদলান হল। প্রথম যখন এই ট্রেন যাত্রা শুরু করে তখন তার নাম ছিল ‘ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল’।
পরে ট্রেনের নাম বদলে করা হয় কালকা মেল। এবার সেই নাম বদলে গেল। রেলমন্ত্রীর দাবি, নেতাজির পরাক্রমের হাত ধরেই ভারতের স্বাধীনতা ও উন্নয়নের পথ চলা শুরু হয়। রেলের পক্ষ থেকে এই বীরনায়ককে সম্মান জানাতে পেরে তিনি গর্ব বোধ করছেন।