তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এন সি আর টি স্তরে শিক্ষাব্যবস্থার উন্নীতকরণে ত্রিপুরা সারা দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, শিক্ষার অগ্রগতি ছাড়া রাজ্য, দেশ তথা সমাজ এগিয়ে যেতে পারেনা৷ তাই শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ধলাই জেলা শিক্ষাআধিকারিক অর্জন শর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির ভাইসচেয়ারম্যান কৃষ্ণ দেবরায়৷