অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের খুন করার ছক কার্যত বানচাল করে দিলেন কৃষকরাই। কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ জনুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিল করার ডাক দিয়েছেন কৃষকরা।
ওই মিছিলে চার কৃষক নেতাকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ১০ জনের একটি দলকে পাঠানো হয়েছে। তাদের মধ্যেই এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন কৃষকরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশি জেরায় ওই ব্যক্তি খুনের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির চাঞ্চল্যকর দাবি, এ বিষয়ে নাকি তারা পুলিশের কাছ থেকেই প্রশিক্ষণ পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
সংবাদমাধ্যমের সামনে ওই ব্যক্তি জানায়, তাদের পরিকল্পনা ছিল ২৬ জনুয়ারি যখনই দিল্লি পুলিশ ট্রাক্টর মিছিল আটকানোর চেষ্টা করবে তখনই মিছিলের সামনের সারিকে লক্ষ্য করে গুলি চালানো। তাদের উপর নির্দেশ ছিল, প্রথমে কৃষকদের থামাতে চেষ্টা করা। যদি তারা না থামে তবে গুলি চালানো।
তবে ২৬ জনুয়ারি নয়, তার দু’দিন আগেই অর্থাৎ ২৪ জনুয়ারি চার কৃষক নেতাকে খুনের পরিকল্পনাও ছিল তাদের। ওই ব্যক্তির দাবি, রাই পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার প্রদীপ সিং তাদের প্রশিক্ষণ দিয়েছেন। তবে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই পুলিশ অফিসার সব সময় তাদের কাছে মুখ ঢেকে আসত।
পরে জানা যায়, রাই পুলিশ স্টেশন হাউস অফিসারের নাম প্রদীপ সিং নয়, বিবেক মালিক। সেখানে প্রদীপ বলে কোন পুলিশকর্মী নেই। বিবেক সাত মাস ধরে রাই পুলিশ স্টেশনের দায়িত্বে রয়েছেন। ধৃতের বক্তব্যে তিনি অবাক হয়ে যান।
ধৃত ব্যক্তি দাবি করেছে, তাদের দলে আরও নয় জন রয়েছে। যাদের মধ্যে দু’জন মহিলা। তবে তারা কোথায় আছে বা তাদের নাম কি সে বিষয়ে মুখ খোলেনি ওই ব্যক্তি। এক কৃষক নেতা জানিয়েছেন, যে চার কৃষক নেতাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল তাদের ছবি দেখে শনাক্ত করা হয়।
২৩ জানুয়ারির পর যে কোনও দিনই এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। এই মুহূর্তে ধৃতকে জেরা করছে সোনিপত পুলিস। তার কাছ থেকে বাকি নয় জনের ব্যাপারে জানার চেষ্টা চলছে।