পাঁচ দিন নিখোঁজ থাকার পর মৌলভী আব্দুল বারীর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কমলপুর, ২২ জানুয়ারি।।টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর ধলাই জেলার কমলপুর দুই নম্বর কলাছড়ির  মুসলিম পাড়ার বাসিন্দা মৌলভী আব্দুল বারীর মৃতদেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ মেথির মিয়ায় ধোলাই নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ধলাই  নদীতে ভাসমান মৃতদেহটি দেখতে পেয়ে কমল পুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং কমল পুর থানার ওসি সঞ্জীব দেববর্মা। বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করেন তারা।

মৃতদেহ শনাক্ত করা হয় সেখানেই। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পাঠানো হয় ফরেনসিক টিমকেও। ফরেন্সিক টিমের কর্মকর্তারা ছুটে এসে যাবতীয় তথ্য সংগ্রহ করে  নিয়ে যান। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ মৌলভী আব্দুল বারীরকে হত্যা করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য আব্দুল বারীর নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা গত চারদিন ধরে অব্যাহত ছিল।

তাকে খুঁজে বের করার জন্য ডগ স্কোয়াড  কাজে লাগানো হয়েছিল। শেষ পর্যন্ত পাঁচ দিনের মাথায় ধলাই নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। এটিকে একটি হত্যাকান্ড সম্পর্কে প্রাথমিকভাবে স্থানীয় জনগণ আশঙ্কা ব্যক্ত করেছেন। পুলিশ অবশ্য মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। সঠিক তদন্ত হলে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটিত হবে বলে স্থানীয় জনগণ মনে করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?