শুক্রবার গলে জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে দলীয় ৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। ওপেনার কুশল পেরেরাকে (৬) ফেরানোর পর তিনে নামা ওসাদা ফার্নান্দোকেও (০) ফিরিয়ে দেন অ্যান্ডারসন।
লাহিরু থিরিমান্নের সঙ্গে জুটি বেঁধে ধাক্কা সামলানোর চেষ্টা করেন ম্যাথুস। ৪৩ রান করা থিরিমান্নেকেও ফিরিয়ে দেন অ্যান্ডারসন। তাতে ৭৬ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা।
এরপর চান্দিমালকে নিয়ে ম্যাথুসের প্রতিরোধ। অপরাজিত ১০৭ রানে দিন শেষ করেন ম্যাথুস। তাতে লঙ্কান স্কোর বোর্ডে জমা পড়েছে ৪ উইকেটে ২২৯ রান।
অধিনায়ক চান্দিমালের সঙ্গে ম্যাথুসের জুটি হয়েছে ১১৭ রানের। ৫২ রান করে চান্দিমাল মার্ক ওডের শিকার হন।
ম্যাথুসের অন্য প্রান্তে নিরোশান ডিকভেলা ১৯ রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট ৭ উইকেটে জেতা ইংল্যান্ড এ ম্যাচে একটি মাত্র পরিবর্তন এনেছে। স্টুয়ার্ট ব্রডের জায়গা একাদশে এসেছেন অ্যান্ডারসন।
ম্যাথুসের ব্যাটে প্রথম দিনটা শ্রীলঙ্কার বলতে হবে। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় দিন শুরুতেই দ্রুত উইকেট তুলে নিতে হবে ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২২৯-৪: ম্যাথুস ১০৭*, চান্দিমাল ৫২; অ্যান্ডারসন ৩-২৪।