সাংসদ ঝর্ণা দাশ বৈদ্যের ওপর হামলার প্রতিবাদে নারী সমিতির মিছিল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি।। রাজ্যে বিজেপি দুষ্কৃতিদের হামলা থেকে রেহাই পায়নি রাজ্যসভার সাংসদ তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি সম্পাদিকা ঝর্ণা দাশ বৈদ্য’ও। রবিবার বাধারঘাট বামেদের যুব মিছিলের উপর শাসক দলের দুর্বৃত্তরা প্রথমে আক্রমণ নামিয়ে আনে। এতে তারা ক্ষান্ত হয় নি।পরবর্তী সময় সাংসদ ঝর্ণা দাশ বৈদ্যের দেহরক্ষী এবং বাড়িতে দুষ্কৃতিরা হামলা চালায়। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি পক্ষ থেকে শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।

মিছিলের মধ্য দিয়ে শাসক দলের দুষ্কৃতিদের এ ধরনের হামলা হুজুতির আওয়াজ তোলা হয়। মেলার মাঠ ভানু স্মৃতি ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য কমিটির সদস্যরা। মিছিলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেত্রী রমা দাস জানান, বিরোধী দলীয় অফিস আক্রান্ত, দলীয় কর্মীরা আক্রান্ত। বিরোধিদের কর্মসূচিতে পর্যন্ত আক্রান্ত করছে শাসক দলের দুষ্কৃতিরা। গত রবিবার যুবদের মিছিলে আক্রমণ করে। ডুকলি মহকুমার কমিটির সম্পাদক নারায়ন দেবকে পর্যন্ত আক্রমণ করেছে সেসব দুষ্কৃতিরা। সাংসদ ঝর্ণা দাশ বৈদ্যের বাড়িতে আক্রমণ করেছে। উনার দেহরক্ষীর উপর আক্রমণ করেছে।

রাজ্যে শাসক দলের দুষ্কৃতিদের দ্বারা যেমন বিরোধীদলের নারী নেত্রীদের বাড়িঘর আক্রমণ হচ্ছে একইভাবে রাজ্যে ধর্ষণ খুন সহ বিভিন্ন নারী অপরাধ জনিত ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের ঘটনা বন্ধ করতে হবে সরকারকে বলে জানান তিনি। এদিকে বিজিতা নাথ জানিয়েছেন শাসক দলের এ ধরনের ঘটনা রাজ্যে প্রতিদিন শাসক দলের কর্মীদের দ্বারা ঘটে চলেছে। এতে নারীরাও আক্রান্ত হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন মাতৃশক্তি আক্রান্ত হলে এ সরকার টিকে থাকতে পারবে না। বিনাশ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?