রাষ্ট্রীয় পোষণ অভিযানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এল পি জি সংযোগ

স্টাফ রিপোর্টার, অমরপুর, ২২ জানুয়ারি।। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ অমরপুর নগর পঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গণে রাষ্ট্রীয় পোষণ অভিযানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এল পি জি সংযোগ দেওয়া হয়৷ অনুষ্ঠানের সূচনা করে বিধায়ক রঞ্জিত দাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সময়ে খোলা এবং সন্তানের মত শিশুদের যত্ন সহকারে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি আহ্বান জানান৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন অমরপুর বিএসি’র চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন তরুণ চক্রবর্তী প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অমরপুর সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সিডিপিও অম্ভাজয় উচই৷ তিনি জানান, চলতি  অর্থবর্ষে অমরপুর মহকুমার ১১৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে৷ এরমধ্যে প্রথম পর্যায়ে অম্পি ব্লকে ১১টি, অমরপুর নগর পঞ্চায়েত এলাকায় ২১টি  ও অমরপুর ব্লকে ৭৬টি অঙ্গনওয়াড়িকেন্দ্রে এল পি জি সংযোগ দেওয়া হবে৷

উল্লেখ্য, মহকুমায় ৪০৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মন্টি দেবনাথ রুদ্রপাল৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কর্মীদের হাতে এলপিজি গ্যাস সিলিণ্ডার তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?