অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতের ভূমিকাকে কুর্নিশ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইসাস। ভারত যেভাবে নিজেদের দেশে টিকাকরণের পাশাপাশি অন্যান্য দেশকেও টিকা দিয়ে সাহায্য করছে তার প্রশংসাও করেছে ‘হু’।
শনিবার এই নিয়ে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, ‘বিশ্বজুড়ে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করলেই এই ভাইরাসকে হারাতে পারব’।
উল্লেখ্য, ভারত থেকে ইতিমধ্যেই কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ ব্রাজিলে পাঠানো হয়েছে। এছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারেও টিকা পাঠিয়েছে ভারত।