অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।মুরগির পর এবার একের পর এক কুকুরের মৃত্যু! যার জেরে আতঙ্কিত উত্তরপ্রদেশের পিলভিটের বাসিন্দারা। একইসঙ্গে আতঙ্কে রয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দফতরের আধিকারিকরা। পিলভিটের পুরাণপুরা এলাকায় ইতিমধ্যেই ছ’টি কুকুরের মৃত্যু হয়েছে।
এদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত কাক খাওয়ার পরেই মৃত্যু হয়েছে কুকুরগুলির। সেক্ষত্রে কাকগুলি বার্ড ফ্লু আক্রান্ত ছিল কিনা, সে নিয়েও ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে অনুমান, কাকগুলি এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল। তার ফলে সেই মৃত কাক খাওয়ার পরে তা কুকুরগুলির শরীরে চলে যায়। যার জেরেই এভাবে একের পর এক কুকুরের মৃত্যু হয়েছে।
তবে যতক্ষণ না রিপোর্ট আসছে আতঙ্ক পিছু ছাড়ছে না। পুরানপুরার বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ডজনখানেক কাকের মৃত্যু হয় শেরপুর রোড সংলগ্ন এলাকায়। তা নিয়ে পুরানপুরাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বার্ড ফ্লুর আতঙ্ক থাকায় তৎক্ষণাৎ স্থানীয়রা প্রাণী সম্পদ দফতরে খবর দেন।
আধিকারিকরা এসে নমুনা সংগ্রহ করেন। তবে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস কুকুরগুলির মৃত্যু হয়েছে মৃত কাকের মাংস খাওয়ার পরেই। এ দিন কুকুরগুলি মরে পড়েছিল যে এলেকায় সেখানে ভিড় জমান তাঁরা।