অনলাই ডেস্ক, ২৩ জানুয়ারি।। আর কয়েক মাস পরই অসম বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগেই অসমে দেড় লক্ষেরও বেশি মানুষের হাতে জমির পাট্টা তুলে দিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যথারীতি নিশানা করলেন কংগ্রেসকে।
বললেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও গরিব ও অসহায় মানুষগুলোকে থাকার মতো একটু জায়গা করে দেয়নি কংগ্রেস। রাজ্যের উন্নয়নের জন্য কোনও কাজই করেনি তারা।
শনিবার অসমের শিবসাগর জেলায় এক অনুষ্ঠানে এক লক্ষ ৬০ হাজার মানুষকে জমির পাট্টা বিলি করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
জমির পাট্টা তুলে দেওয়ার পর তাঁর ভাষণে মোদি বলেন, এটা দুঃখের বিষয় যে স্বাধীনতার ৭৩ বছর পরেও অসমে বহু মানুষ রয়েছেন যাদের নিজের নামে কোনও জমি নেই। কয়েক লাখ মানুষের কাছে জমির কোন কাগজ নেই। এই সমস্ত অসহায় মানুষগুলির কথা ভাবছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
সে কারণেই সোনোওয়াল সরকার নিশ্চিত করছে যে, মানুষ নিজের জমির কাগজ পাবেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে রাজ্যবাসীর মন পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালান।
গত বছরই অসমে দেশের মধ্যে প্রথম নাগরিক পঞ্জি প্রকাশ করা হয়েছিল। সেই নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে তুমুল বিক্ষোভের মুখোমুখি হয়েছে অসম। তারপরেই এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন।
২৪ ঘন্টা আগে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল বের করে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। শুক্রবারের ওই মিছিলে অল সাম স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বাধে।
উত্তপ্ত পরিস্থিতির কারণে এদিন প্রধানমন্ত্রীর সফর ঘিরে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য রাজ্য জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।