অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।শনিবার সকালে চিনের প্রতি আরও একবার কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণে রেখা থেকে লালফৌজ পিছু না হটলে ভারত কোনওভাবেই সেনা সরাবেন না।
চিনকে প্রয়োজনে পাল্টা জবাব দিতে সীমান্ত এলাকায় খুব দ্রুতগতিতে ভারত একাধিক পরিকাঠামো তৈরির কাজ করছে বলেও প্রতিরক্ষামন্ত্রী এদিন জানান। চিন ইতিমধ্যেই ভারতের এই পরিকাঠামো নির্মাণের বিষয়ে আপত্তি তুলেছে।
তবে রাজনাথ এদিন এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, চিনের আপত্তিকে তাঁরা আদৌ আমল দিচ্ছেন না। তাঁরা পরিকাঠামো নির্মাণের যে কাজ শুরু করেছেন তা যথারীতি চালিয়ে যাবেন। চিন যতক্ষণ না সীমান্ত থেকে পিছু হটছে বা সীমান্তে পরিকাঠামো নির্মাণের কাজ বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত ভারতও তার যাবতীয় সামরিক কার্যকলাপ বন্ধ করবে না।
প্রতিরক্ষামন্ত্রী এদিন স্বীকার করে নেন, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় এখনও প্রচুর পরিমাণে চিনের সেনা রয়েছে। এমনকি, তারা নিজেদের সীমান্তে পরিকাঠামো নির্মাণের কাজও চালাচ্ছে।
তাই ভারতও তার প্রতিরক্ষা নিয়ে কখনওই দুর্বলতা দেখাবে না। চিনকে যে কোনও সময় প্রয়োজনে পাল্টা জবাব দিতে ভারতও সেখানে সেনার সংখ্যা যথেষ্ট বাড়িয়েছে।
প্রয়োজনে আরও বাড়ানো হবে। পাশাপাশি সীমান্তে পরিকাঠামো নির্মাণের যে কাজ শুরু হয়েছে তা বহাল থাকবে, কোনওভাবেই বন্ধ হবে না। চিন সেনা সরিয়ে নিলে এবং পরিকাঠামো নির্মাণের কাজ বন্ধ করলে ভারতও একই রাস্তায় হাঁটবে বলে রাজনাথ জানান।
একই সঙ্গে রাজনাথ এদিন আশা প্রকাশ করেন, আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হতে পারে। তবে নির্দিষ্ট কোনও দিন তারিখ মেনে এ ধরনের সমস্যার সমাধান হয় না।
দু’দিন আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের নিন্দা করেছিলেন। তিনি বলেছিলেন, বেজিং বিশ্বাস ভঙ্গ করেছে। গত চার দশকের মধ্যে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ জায়গায় এসে পৌঁছেছে।