নেতাজিকে ভারতরত্ন দেওয়া হোক চান না তাঁর মেয়ে অনিতা বসু পাফ

অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়া প্রস্তাবের সরাসরি বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। নেতাজি কন্যা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর বাবাকে ভারতরত্ন দেওয়ার কোনও অর্থই হয় না।

কেন অর্থ হয় না এই প্রশ্নের উত্তরে নেতাজি কন্যা জানিয়েছেন, নেতাজিকে কি ভারত সরকারের এই মূহূর্তে মনে পড়ল? যদি দেওয়ার থাকতো তবে তারা অনেক আগেই দিতে পারত। নেতাজিকে আর ভারতরত্ন দেওয়ার দরকার নেই।

উল্লেখ্য, চলতি বছরে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালন করছে গোটা দেশ। ঠিক তার আগেই নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে দেশজুড়ে।

নেতাজিকে ভারতরত্ন দেওয়া প্রসঙ্গে অনিতা বলেছেন, এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার যে প্রস্তাব এসেছে আমি তার বিরোধিতা করছি। এর আগে এমন সব মানুষকে ভারতরত্ন দেওয়া হয়েছে যাদের সেটা পাওয়ার যোগ্যতা ছিল কিনা তা আমাদের ভাবতে হবে।

নেতাজিকে যদি প্রথম ভারতরত্ন দেওয়া হত তবে সেটাই হত সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। তাতে নেতাজির প্রতি যথাযথ সম্মান জানানো যেত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তাই নেতাজিকে ভারতরত্ন দেওয়ার কোনও যুক্তি থাকতে পারে না।

তবে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে কেন্দ্র উচ্চ পর্যায়ের যে কমিটি গঠন করেছে তাকে স্বাগত জানিয়েছেন অনিতা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন।

২৩ জানুয়ারি থেকেই হাওড়া-দিল্লি কালকা মেলের নাম পরিবর্তন করে করা হয়েছে নেতাজি এক্সপ্রেস। রেল মন্ত্রকের এই সিদ্ধান্তে অবশ্য অনিতা সন্তোষ প্রকাশ করেছেন। পরিষ্কার বলেছেন, রেলমন্ত্রক একেবারে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। এই কালকা মেলে করেই ১৯৪১-এ দেশ ছেড়েছিলেন নেতাজি।

সে কারণেই ২৩ জানুয়ারি হাওড়া- কালকা মেলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। নেতাজির জন্মজয়ন্তী ‘পরাক্রম দিবস’, নাকি ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করা হবে তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ঠান্ডা লড়াই দেখা গিয়েছে এ বিষয়েও মুখ খুলেছেন অনিতা।

তিনি বলেছেন, দুই তরফ থেকে দু’টি নামের প্রস্তাব রাখা হয়েছে। কোনওটাই ভুল নয়। এক্ষেত্রে দুই তরফের সহযোগিতা করে অনুষ্ঠান করলেই ভালো হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?