মাননীয় প্রধানমন্ত্রীর সুুদক্ষ নেতৃত্বে দেশ আজ সার্বিক অর্থেই বিশ্বমাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে৷ ’আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার আহ্বানের পাশাপাশি কৃষি, শিল্প, স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রে প্রগতির পথে এগিয়ে চলছে আমাদের দেশ৷ এই ধারাকে অক্ষুন্ন রেখে মহান প্রজাতন্ত্র দিবসে আমাদেরও শপথ হোক রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া৷ দেশের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আমি তাঁদের প্রতি বিনম শ্রদ্ধা নিবেদন করছি৷’