অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।আন্দোলনকারী কৃষকদের সমর্থনে দুই সপ্তাহ জুড়ে কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসাবেই শনিবার মধ্য প্রদেশের রাজ্যপালের বাড়ি ঘেরাও করার কথা ছিল দলীয় কর্মীদের।
তবে রাজভবনে পৌঁছনোর আগেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কংগ্রেসের মিছিল। এলোপাথাড়ি লাঠিচার্জ, মুহুর্মুহু জলকামান সেই সঙ্গে কাঁদানে গ্যাস। আজ দুপুরে কয়েকশো কংগ্রেস কর্মী ভোপালের জওহর চকের সামনে জমায়েত হন।
সেখান থেকেই তাঁরা রাজ্যপাল আনন্দীবেন পটেলর বাসস্থান রাজভবনের উদ্দেশে রওনা দেন। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। দেখা যায়, বাসের ছাদ থেকে তিনি ও দলের অন্যান্য নেতৃত্বরা কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
গোটা পথে কোনও সমস্যা না হলেও রাজভবনের কাছাকাছি পৌঁছতেই পুলিশ বাধা দেয় এবং আন্দোলনকারীদের সতর্ক করে। কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেই পুলিশ আধিকারিকেরা মাইকে আন্দোলনকারীদের পিছু হটার নির্দেশ দেন ও লাঠিচার্জ করার কথাও বলেন। এরপরও আন্দোলনকারীরা পিছু না হটায় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
পাশাপাশি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, জল কামানের ব্যবহার শুরু করতেই কংগ্রেস কর্মীরা যত্রতত্র ছোটাছুটি শুরু করেন। আরেকটি ভিডিয়োয় দেখা যায়, জল কামানে পিছু না হটে পুলিশের গাড়ি ঘিরেই দাঁড়িয়ে রয়েছেন একদল সমর্থক।
পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। তাদের দাবি, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি জোগাড় করেই মিছিল বার করা হয়েছিল। শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল মিছিল।
তার পরেও পুলিশের এই আচরণ মেনে নেওয়া যায় না। পুলিশ বিজেপির শিবরাজ সিংহ চৌহানের সরকারের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন দলের নেতার।