অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।। দেশে টিকাকরণ অভিযান শুরু হয়েছে ঠিক এক সপ্তাহ আগে। টিকা নেওয়ার পর বেশ কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন বা তাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
কিন্তু শনিবার সকালে খবর মিলল করোনার ভ্যাকসিন নেওয়ার পর এক মহিলা স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। ওই মহিলার স্বাস্থ্যকর্মী হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা। মৃত মহিলা স্বাস্থ্যকর্মীর নাম রাজওয়ান্তি।
জানা গিয়েছে প্রথম দিনই রাজওয়ান্তিকে করোনার টিকা দেওয়া হয়েছিল। শুক্রবার ওই মহিলার মৃত্যু হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। ওই স্বাস্থ্যকর্মীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে তিনি ঘুম থেকে ওঠেননি। অনেকবার ডাকাডাকি করলেও তাঁর সাড়া মেলেনি। শেষ পর্যন্ত দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গেই রাজওয়ান্তিকে গুরুগামের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে টিকা নেওয়ার পর রাজওয়ান্তির শরীরে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে তাঁর পরিবার মেনে নিয়েছে।
গুরুগ্রামের মুখ্য মেডিক্যাল অফিসার ডাক্তার বীরেন্দ্র যাদব শনিবার বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলেই আমরা জানতে পারব রাজওয়ান্তির কীভাবে মৃত্যু হয়েছে। তবে যতক্ষণ না ওই রিপোর্ট পাচ্ছি ততক্ষণ বলতে পারি না ভ্যাকসিন নেওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য এখনও পর্যন্ত দেশে ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তবে টিকা দেওয়ার পরে এই প্রথম ভারতে কারও মৃত্যুর ঘটনা ঘটল। যদিও বেশ কয়েকজনের পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার জানিয়েছেন করোনার টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই টিকা মানুষের শরীরের জন্য যথেষ্ট নিরাপদ।