ক্যাপিটল তাণ্ডবে ১৯ পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের পর ক্যাপিটলের ১৯ জন পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

৬ জানুয়ারি অধিবেশন চলাকালীন ক্যাপিটলে হামলা চালায় সদ্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন মারা যায়।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে অধিবেশনে বসেছিলেন আইনপ্রণেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর সেদিনই ফের অধিবেশনে বসে বাইডেনকে অনুমোদন দেন তারা। পরবর্তীতে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন।

সিএনএনকে এক মেইলে ক্যাপিটল পুলিশ লেবার কমিটির চেয়ারম্যান গাস পাপাথানসিয়ো জানান, ৬ জানুয়ারি হামলার পর থেকে ১৯ জন পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, বিপুলসংখ্যক মানুষ মাস্ক ছাড়া কংগ্রেস ভবনে ঢুকে পড়ে, যাদের অনেকে চিৎকার করছিল, ধাক্কাধাক্কি করছিল, যার ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ ছাড়া অনেক পুলিশ কর্মকর্তারা তাদের দ্বারা সরাসরি আক্রমণের শিকার হয়েছিল।

তবে আক্রান্ত সবাই হামলার দিন ক্যাপিটলে দায়িত্বরত ছিলেন কি না নিশ্চিত করেনি কমিটি। এ ছাড়া হামলার পর কভিড টেস্টে পজিটিভ এসেছে ৪ জন কংগ্রেস সদস্যেরও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?