অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।দেশের বিজেপি শাসিত সব রাজ্যে নিষিদ্ধ হোক মদ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এমনই আবেদন জানালেন দলের নেত্রী উমা ভারতী।
বিষয়টি নিয়ে সম্প্রতি একাধিক টুইট করেন উমা। সেখানে তিনি লেখেন, রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে বেশি মদের দোকান খোলা মানে যেন মা হয়ে সন্তানকে বিষপান করানোর মত ব্যাপার।
লকডাউনের সময় মদ বিক্রিতে ব্যাঘাত ঘটায় বহু মানুষ মদ পাননি। পাশাপাশি লকডাউনের সময়ে দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, মানুষ করোনায় মারা যেতে পারে কিন্তু মদ না পাওয়ার কারণে কেউ মরে না।
পাশাপাশি তিনি, দলের সভাপতির উদ্দেশে লিখেছেন, ‘আমি আমাদের দলের সর্বভারতীয় সভাপতিকে এই টুইটের মাধ্যমে অনুরোধ করছি যেখানে বিজেপির সরকার আছে সেই সব রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিন’।