সাংবাদিক অভিজিৎ নাথের সাথে দুর্ব্যবহার টিএসআর জওয়ানের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ ত্রিপুরা অবজারভার পত্রিকার সাংবাদিক অভিজিৎ নাথের সাথে আজ দুর্ব্যবহার করে কতিপয় টিএসআর জওয়ান৷ ঘটনাটি ঘটেছে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণ রাজ্য দিবস অনুষ্ঠানে৷ এই ব্যাপারে সাংবাদিক অভিজিৎ নাথ জানিয়েছেন, এদিন তিনি যখন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করার জন্য হলে প্রবেশ করতে যান তখন তাঁকে নিরাপত্তা কর্মী বাধা দেন৷

অভিজিৎ নাথের হাতে একটি হেলমেট ছিল৷ নিরাপত্তা কর্মীর বক্তব্য হচ্ছে কোনওভাবেই হেলমেট নিয়ে হলে প্রবেশ করতে দেয়া হবে না৷ কারণ হিসেবে ওই নিরাপত্তা কর্মীর যুক্তি হচ্ছে নিরাপত্তার ঝঁুকির জন্য নাকি এই হেলমেট নিয়ে হলে যেতে দেয়া যাবে না৷ অভিজিৎ নাথ তখন জানান যে, হেলমেটটি যদি বাইরে রাখা হয় তাহলে চুরি হওয়ার আশঙ্কা থাকে৷ এই কথোপকথনের মধ্যেই সাংবাদিক অভিজিৎ নাথকে নানা ধরনের অসম্মানজক উক্তি করেন ওই নিরাপত্তা কর্মী৷

পরে অভিজিৎ নাথ যখন হেলমেট বাইরে রেখে হলে প্রবেশ করতে যান তখনও তাঁকে বাধা দেওয়া হয়৷ শেষে অভিজিৎ নাথকে সরকার প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে হলের ভিতরে যেতে হয়েছে৷ এদিনের সাংবাদিকের সাথে অভব্য আচরণের ঘটনার তীবব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব৷ সেই সাথে ঘটনার তদন্তক্রমে ওই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে আগরতলা প্রেসক্লাব৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?