রাজীব গান্ধীর হত্যাকারীরা মুক্তি পাবে কিনা তা নিয়ে তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীরা মুক্তি পাবে কিনা সে বিষয়ে তিন-চার দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারী লাল পুরোহিত। বৃহস্পতিবার শীর্ষ আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই কথা জানান।

উল্লেখ্য, প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য  ২০১৮-য় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তামিলনাড়ু মন্ত্রিসভায়। যদিও মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত এখনও অনুমোদন করেননি রাজ্যপাল।

বিষয়টি নিয়ে দু’বছরের মধ্যে কোনও সিদ্ধান্ত না হওয়ায় বৃহস্পতিবার তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। আদালতের অসন্তোষের প্রেক্ষিতেই তুষার মেহতা আদালতকে জানান, রাজীব হত্যাকারীদের সম্পর্কে তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল।

১৯৯১-এর ২১ মে চেন্নাইয়ের কাছে শ্রীপেরামপুদুরে  রাজীব গান্ধি এক মানববোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন। এদিন তিন সদস্যের বিচারপতির এক বেঞ্চে রাজীব গান্ধির হত্যাকারীদের মুক্তির বিষয়টি নিয়ে শুনানি ছিল। ওই শুনানিতে এদিন বেঞ্চ মন্তব্য করে, তামিলনাড়ু মন্ত্রিসভার সুপারিশ যেভাবে রাজ্যপাল দু’বছর ধরে ফেলে রেখেছেন তাতে তাঁরা আদৌ সন্তুষ্ট নন।

উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, রাজীব ঘাতকদের মুক্তি দেওয়া সম্ভব নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাই রাজীবের খুনিদের মুক্তি দেওয়া হলে খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। এমনকি, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার প্রভাব পড়বে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?