কমিউনিস্টদের দেশবাসীর কাছে আগে ক্ষমা চাইতে বলেন তিনি। কমিউনিস্টরা জাতি ও দেশের জন্য রাজনীতি করে না। এরা ক্ষমতার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেন । ভারত সরকার এই দিনটিকে যথাযথ ভাবে পরাক্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি ও বিবেকানন্দ’কে সংকীর্ণ গুন্ডি মধ্যে আবদ্ধ করে রাখা যায় না।
পরাক্রম দিবসের মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানান বিজেপি সদর শহর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডাঃ অলোক ভট্টাচার্য। বিজেপি সদর শহর জেলা শহরাঞ্চল কমিটি এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে বলে জানান তিনি। এদিন বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর শহর পরিক্রমা করা হবে বলে জানান তিনি।