গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব, উদ্বেগ বাড়ছে আরজেডি সমর্থকদের

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এই মুহূর্তে লালু ঝাড়খন্ডের রাজধানী রাঁচির রিমসে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রবীণ নেতা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর শ্বাসকষ্ট বেড়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাঁচিতে জেলবন্দি আছেন লালুপ্রসাদ। তবে জামিনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।

বিহারে প্রবেশের ক্ষেত্রে কিছু আইনগত বাধা থাকায় এখনও জামিন পাননি এই প্রবীণ নেতা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, লালুপ্রসাদের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছে।

ইতিমধ্যেই লালুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বী রাঁচি আসছেন বলে খবর। প্রাক্তন রেলমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত ঝাড়খণ্ড সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একাধিকবার ফোন করে লালুপ্রসাদের খবর নিয়েছেন।

এই প্রবীণ নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যেও। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা এদিন রিমসে গিয়ে লালুপ্রসাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।

কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একাধিক নেতাও হাসপাতালে গিয়ে লালুর শারীরিক অবস্থার খোঁজ নেন। উল্লেখ্য, গত বছর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর মূল পরিকল্পনা করেছিলেন লালুপ্রসাদ। লালুপ্রসাদের পরিকল্পনায় মহাজোট জয়ী হয়েছিল ওই রাজ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?