অলিম্পিকের প্রস্তুতি এগিয়ে চলেছে : আইওসি প্রধান

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক এই গ্রীষ্মেই আয়োজনের প্রস্তুতি চলছে এবং বিকল্প কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ।

বৃহস্পতিবার স্থানীয় এক দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ২৩ জুলাই শুরু হবার কথা রয়েছে টোকিও অলিম্পিকের। মার্চের শেষ ভাগে দেশব্যাপী মশাল র‌্যালী শুরু হবারও কথা রয়েছে।

 

বাখ বলেন, ‘২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবেনা বলে কোন ধারণা এই মুহূর্তে পোষণ করার কারণ নেই। যে কারণে আমাদের কাছে কোন ‘প্ল্যান বি’ নেই। এই কারণেই আমরা এই গেমসটিকে নিরাপদ ও সফল করতে চাই। ’

করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থগিত হওয়ার পর ৬ মাস পার হয়ে গেলেও বিশ্বব্যাপী সেটি কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। করোনার এই ব্যাপক সংক্রমণের মধ্যে আন্তর্জাতিক এই গেমসটি আয়োজন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে।

অবশ্য নিরাপত্তার ছক কষতে শুরু করেছে টোকিও আয়োজকেরা। এমনকি মহামারি নিয়ন্ত্রণে না আসলেও কোনো রকম ভ্যাকসিন প্রয়োগ ছাড়াই সুরক্ষা বলয় তৈরির মাধ্যমে গেমস আয়োজন করতে চায় তারা।

যদিও এই গেমস আয়োজনের পক্ষে জাপানি জনগণের সমর্থন দিনে দিনে কমতে শুরু করেছে।

সম্প্রতি পরিচালিত এক জরিপ রিপোর্টে দেখা যায় দেশটির ৮০ শতাংশ জনগণ মনে করেন গেমসটিকে বাতিল বা পিছিয়ে দেয়া হোক।

টোকিও ২০২০- এর প্রধান নির্বাহী তোশিরো মুতো এএফপিকে এ সপ্তাহেই বলেছিলেন, আয়োজকেরা এই গ্রীষ্মেই গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে দর্শক উপস্থিতিতে গেমস অনুষ্ঠিত হবে, নাকি দর্শকশূন্য ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?