জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা, মৃত কমপক্ষে ৮, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। বৃহস্পতিবার রাত ১০.২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িতে জানলার কাচ ভেঙে পড়ে। রাস্তা এবং বাড়িতে ফাটল তৈরি হয়। আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘শিবমোগায় প্রাণহানির খবরে ব্যথিত আমি। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকার যাবতীয় সহায়তা প্রদান করছে।’

এদিকে ‘রহস্যময়’ এই শব্দ এবং কম্পনে শিবমোগা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিয়ে ধন্দ থাকলেও শিবমোগার জেলাশাসক কেবি শিবাকুমারের দাবি, হুনাসোদু গ্রামের কাছে ডিনামাইট বিস্ফোরণ ঘটেছে।

যদিও প্রথমে কম্পনের কারণ হিসাবে ভূমিকম্প ভাবা হয়েছিল। সেই মতো যোগাযোগ করা হয় ভূতত্ত্ববিদদের সঙ্গে। যদিও তাঁরা পরীক্ষা করে জানান, কোথাও ভূমিকম্প নজরে আসেনি।

এক পুলিশ কর্তা জানিয়েছেন, একটি লরিতে করে জিলাটিন নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। দুমড়ে-মুচড়ে যায় লরিটি। ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা দুষ্কর হয়ে গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?