অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।নিজেদের মাঠ অ্যানফিল্ডে ৬৮ ম্যাচে অপরাজিত থাকার পর হেরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া দলটি বৃহস্পতিবার রাতে ১-০ ব্যবধানে থমকে গেছে।
এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাশলি বার্নস।লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল; ড্র তিনটি, দুটিতে হার।এই নিয়ে শেষ চার ম্যাচে তারা গোল করতে ব্যর্থ হলো।
এর আগে সবশেষ হেরেছিল ২০১৭ সালের এপ্রিলে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ ব্যবধানে।
মোহামেদ সালাহ, রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে নামা লিভারপুল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সেভাবে পরীক্ষা নিতে পারছিল না।
দ্বিতীয়ার্ধে ওরিগি ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনকে তুলে নিয়ে সালাহ-ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ।বদলি নেমে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সালাহ।
৮৩তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকেরা। স্পটকিকে বার্নলির জয়সূচক গোলটি করেন বার্নস। তাকে লিভারপুল গোলরক্ষক আলিসন ফাউল করলে পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।
১৯ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল ৩৪ পয়েন্ট নিয়ে চারে আছে।এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে বার্নলি।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি।