অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ভ্যাকসিন নেয়ার একটি ‘ভুল ভিডিও’ শেয়ার করে নেটিজেনদের রোষানলে পড়ে ক্ষমা চেয়েছেন।
নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করে হরভজন অভিযোগ করেন, রাজনৈতিক নেতারা আসলে করোনা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা সেই ভ্যাকসিন নেওয়ার নাটক করছেন। আর সেই নাটকের অংশ হিসেবেই ছবি তুলছেন।
কিন্তু এই পোস্ট নিয়ে হরভজন সিংকে বিপদের মুখে পড়তে হয়েছে। কারণ তার দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। হরভজন লেখেন, ‘আসলে এটাই সত্যি আমাদের কিছু নেতা এইভাবে ভ্যাকসিন নিচ্ছেন, ছবি তুলে গেছেন, ওকে ভালো। ’
হরভজন সিং মূলত একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, একজন নারী ও এক পুরুষ ভ্যাকসিন নিচ্ছেন। কিন্তু নার্সের হাতে কোনো ইনজেকশন নেই।
ভারতের তুমাকুরু ডেপুটি কমিশনার রাকেশ কুমার দেশটির একটি গণমাধ্যমকে বলেছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে তা আসলে ডক্টর রজনী ও ডক্টর নাগেন্দ্রাপ্পার।
তারা দুজনেই করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধে ওইভাবে ছবি তোলেন। ক্লিক হওয়ার আগেই তারা করোনা ভ্যাকসিন নিয়ে ফেলেন।
হরভজনের শেয়ার করা ভিডিও যখন সামনে আসে তখন নেটিজেনরা ট্রল করতে থাকেন। এরপর নিজের পুরোনো পোস্টসহ ক্ষমা প্রার্থনা করেন।ফ্যাক্ট না চেক করে পোস্ট দেয়া ভুল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।