তবে এই মেদ ঝরাতে ফিটনেস বিশেষজ্ঞের মতে, প্রতিদিন একটু সময় নিয়ম করে লাফ দড়ি বা স্কিপিং নিয়ে ঘাম ঝরালেই শরীরে বাড়তি মেদ কমবে অনেকটাই। একটানা ৩৫ মিনিট হাঁটা বা বিশ্রাম নিয়ে জগিং বা দৌড়নোয় যতটা মেদ ঝরে তার চেয়েও বেশি মেদ ঝড়ে মিনিট পনেরোর লাফানোয়।
তবে প্রথম দিকে ১৫ মিনিট একটানা টানতে না পারলেও ক্ষতি নেই। সপ্তাহ দুয়েক পর ধীরে ধীরে সময় বাড়ান।
মূলত স্কিপিংয়ের কতগুলো নির্দিষ্ট উপায় থাকে, যা জানলে তা অভ্যাস করা ও মেদ ঝরানোর কাজ অনেকটা সহজ হয়।
চলুন জেনে নেয়া যাক বিষয়গুলো-
বেসিক জাম্প- লাফ দড়িতে সাধারণত এভাবেই লাফানো অভ্যাস করেন সবাই। লাফদড়ি দু’হাতে নিয়ে এমনভাবে লাফান, যাতে দড়িটি দু’পায়ের তলা দিয়ে গিয়ে মাথার উপর দিয়ে ঘুরে আসে।
অল্টারনেট ফুট স্টেপ- এক্ষেত্রে দু’পা জোড়া করে একসঙ্গে লাফানো যাবে না। এক বার ডান পায়ের নিচ দিয়ে দড়ি নিয়ে যেতে হবে। আর এক বার বাঁ পা দিয়ে একই পদ্ধতিতে লাফাতে হবে। দড়ির গতির সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে পায়ের ছন্দ।
বক্সার স্টেপ- অল্টারনেট ফুট স্টেপের মতোই প্রত্যেক লাফে পা বদলাতে হবে। তবে এক্ষেত্রে সেই লাফের উচ্চতাও বেশি হবে। আগ-পিছু দু’পায়ের মাঝে ফাঁক থাকবে বেশি। এই লাফ খুব দ্রুতলয়ে হয় না।
জাম্প রোপ ক্রিসক্রস- দু’হাতে লাফদড়ি নিয়ে এক বার স্বাভাবিক ভাবে পায়ের তলা দিয়ে নিয়ে যেতে হবে। পরের বার হাত ক্রশ করে সেই দড়ি পায়ের তলা দিয়ে নিয়ে যেতে হবে। এই লাফ একেবারেই সহজ নয়, এর জন্য অভ্যাস ও মুনশিয়ানা জরুরি।
ব্যাকওয়ার্ড জাম্পিং- এই লাফের বেলায় দড়ি মাথার উপর দিক থেকে পায়ের নিচে না এনে পায়ের নিচ থেকে ঘুরিয়ে মাথার উপরে আনতে হবে।