তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক এনএসএস -এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

স্টাফ রিপোর্টার,তেলিয়ামুড়া, ২১ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার থেকে তেলিয়ামুড়া দ্বাদশে শুরু হলো এনএসএস -এর ৭ দিবস ব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির৷ উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির দেবনাথ, বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষে অরুন দাস, এনএসএস প্রোগ্রাম অফিসার জগন্নাথ সূত্রধর সহ অন্যান্যরা৷

অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন এন এস এস প্রোগ্রাম অফিসার জগন্নাথ সূত্রধর৷ জগন্নাথ বাবু এনএসএস এর গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন৷ তিনি বলেন, এনএসএস প্রথম ভারতের বিভিন্ন রাজ্যের মোট ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে চালু হয়৷ পরবর্তী সময়ে বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ পরে চালু হয় এনএসএস৷ জাতীয় সেবা প্রকল্প বা এন এস এস মূলত স্বামীজি এবং মহাত্মা গান্ধীর আদর্শ ও নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে৷ এনএসএসের মূল লক্ষ্য হলো সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো৷

তাছাড়া উদ্বোধকের ভাষণে বিধায়িকা বলেন, আমরা যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরা রক্তের জাতি-ধর্ম-বর্ণের বিচার করি না৷ এটা হিন্দু রক্ত না মুসলমানের নাকি খ্রিস্টান নাকি বুদ্ধের রক্ত সেই বিচার আমরা করিনা৷ বিশ্বে অনেক কিছুই বিজ্ঞানীরা আবিষ্কার করলেও রক্তের আবিষ্কার বিজ্ঞানীরা করতে পারেনি৷ বিধায়িকা রক্তদানে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?