অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারি।।দুটি পেনাল্টিসহ অসংখ্য সুযোগ নষ্ট করে অতিরিক্ত সময়ের দুই গোলে কোপা ডেল রে’র শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা।
কোরনিয়ার মাঠে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচে ২-০ গোলে স্বস্তির জয় পায় বার্সেলোনা। উসমান দেম্বেলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।লিওনেল মেসি আছেন নিষিদ্ধ।
সঙ্গে প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ডিফেন্ডার জর্দি আলবা, ছন্দে থাকা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ও ফরোয়ার্ড দেম্বেলেকে ছাড়া খেলতে নামে বার্সেলোনা। নিয়মিতদের অনেকে না থাকলেও অধিকাংশ সময় বল দখলে রেখে চাপ ধরে রাখে তারা।
ম্যাচে প্রায় তিন-চতুর্থাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ৩৯তম মিনিটে। কিন্তু মিরালেম পিয়ানিচের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রামোন। ডি-বক্সে রোনালদ আরাহো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় সফরকারীরা।
তাদের হতাশা আরও বাড়ে ৮০তম মিনিটে। দেম্বেলের দুর্বল স্পটকিক অনায়াসে পা দিয়ে ঠেকান রামোন। ডি-বক্সে এবার ক্লেমোঁ লংলে ফাউলের শিকার হলে দ্বিতীয় পেনাল্টিটি পায় বার্সেলোনা।অবশেষে গোল আসে অতিরিক্ত সময়ে।