অফিসের কাজ করতে করতেই মুম্বই থেকে কন্যাকুমারী পাড়ি তিন যুবকের

অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।লকডাউনের মধ্যে বেশিরভাগ অফিসের কাজকর্ম হয়েছে বাড়ি থেকে। ওয়ার্ক ফ্রম হোম কথাটা এখন অনেকের কাছেই পরিচিত। ওয়ার্ক ফ্রম হোম করতে করতে একেবারে বিরক্ত হয়ে উঠেছিলেন মুম্বইয়ের তিন যুবক।

তাই তাঁরা ঠিক করেন এবার কাজ করবেন সাইকেলে চড়ে। ব্যাপারটা কি রকম ভাবছেন তাই তো! আসলে ওই তিন বন্ধু ঠিক করেছিল তাঁরা সাইকেলে করে মুম্বই থেকে কন্যাকুমারী পাড়ি দেবেন।

এতদিন অফিসের যে সমস্ত কাজ তাঁরা বাড়ি থেকেই করতেন সেই কাজটি তারা সাইকেলে পাড়ি দিতে দিতেই করবেন। এমনকি এজন্য তাঁরা কোনও ছুটিও নেবেন না। এই তিন যুবকের নাম ব্যাকসেন জর্জ, রতিশ বালেরাও এবং অ্যালিন জোসেফ। এই অভিনব পরিকল্পনাটি মাথায় আসে জর্জের। জর্জ বলেছেন, তাঁরা আগেও সাইকেল চালিয়ে বহু দূর দূরান্ত পর্যন্ত গিয়েছেন।

তাই বাকি দুই বন্ধুকে এই পরিকল্পনা জানানোর সঙ্গে সঙ্গেই তারা রাজি হয়ে যায়। ২০২০-র নভেম্বরে শুরু হয় তাদের পথ চলা। মুম্বই থেকে ১৬০০ কিলোমিটারের বেশি পথ সাইকেল চালিয়ে তাঁরা ডিসেম্বরে এসে পৌঁছন কন্যাকুমারী।

জর্জ জানিয়েছেন, ভোরের আলো ফোটার আগেই তাঁরা প্রতিদিন বেরিয়ে পড়তেন। এরপর সকাল ১১ টা পর্যন্ত তাঁরা সাইকেল চালাতেন। তারপর কোনও একটা জায়গায় বসে চলত অফিসের কাজ। আবার বিকেল পাঁচটার পর তাঁরা সাইকেল চালিয়ে আরও কিছুটা এগিয়ে যেতেন।

প্রতিদিন তাঁরা প্রায় ৮০ কিলোমিটার করে সাইকেল চালিয়েছেন। বালেরাও জানিয়েছেন, এই যাত্রাপথে তাঁরা খুব একটা ঘুরে বেরিয়ে দেখার সুযোগ পাননি তবে যা দেখেছেন সেটাও কম কিছু নয়।

রতিশ জানিয়েছেন, অফিস ছুটির দিনে তাঁরা তিন বন্ধু মিলে দেদার আড্ডা মেরেছেন। বহু মানুষের সঙ্গে আলাপ করেছেন। তাদের জীবনযাত্রা সম্পর্কে জেনেছেন।

তিন বন্ধু জানিয়েছেন, তাঁদের এই এক মাসের পর্যটনে মাথাপিছু খরচ হয়েছে ২৫ হাজার টাকা করে। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু হোটেল ছিল বন্ধ। তাই তারা রাতে আশ্রয়ের ব্যাপারে কিছুটা সমস্যায় পড়েছেন।

করোনা পরিস্থিতির মধ্যে একদিনও অফিসে বাড়তি ছুটি না নিয়ে সমস্ত কাজ সামলে তাঁরা যেভাবে ঘুরেছেন তাতে অফিসের সহকর্মীরাও সকলেই অবাক। প্রত্যেকেই ওই তিন বন্ধুর এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?