স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারি।।চাকুরিচ্যুত হওয়ার কারণ নিয়ে দ্বন্দ্ব চাকরিচ্যুত শিক্ষকেরা। এর পরিপেক্ষিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার এবং সচিবের কাছে স্পষ্টীকরণ চেয়েছিলেন চাকরিচ্যুত শিক্ষকরা। সংশ্লিষ্ট দপ্তর থেকে ১৬ জানুয়ারি মধ্যে স্পষ্টীকরণ দেওয়ার কথা থাকলেও দপ্তর থেকে কোনরকম সদুত্তর পায়নি চাকরিচ্যুত শিক্ষককেরা। তাই চাকরিচ্যুত শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৫ জানুয়ারির মধ্যে যদি স্পষ্টীকরণ তুলে না ধরে দপ্তর তাহলে গান্ধীর নীতি ছেড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগৎ সিং -এর নীতি গ্রহণ করবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅবস্থান স্থলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জে এম সি ১০,৩২৩ চাকরিচ্যুত সংগঠনের অজয় দেববর্মা। তিনি আরো বলেন, সেই আন্দোলন কর্মসূচি গণঅবস্থান স্থলে সীমাবদ্ধ থাকবে না। রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্রে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন তিনি।