এদিন মন্ত্রী জানান, অনলাইন প্রক্রিয়ায় এই বৈঠক হবে। সব দলের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণত সংসদের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে তা নিশ্চিত করতেই অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। কিন্তু এবারই প্রথম এই বৈঠক হচ্ছে অধিবেশন শুরু হওয়ার একদিন পর। এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ অধিবেশন শুরুর তিন দিন পরেই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
একইভাবে কৃষকদের চলতি আন্দোলন এখনও ওঠেনি। তাই কৃষক আন্দোলন নিয়ে বিরোধীরা সরকারকে কোণঠাসা করবে বলে মনে করা হচ্ছে। কৃষক সমস্যা থেকে বেরিয়ে আসতে সরকার এবার বিরোধীদের বক্তব্য শুনতে চাইছে বলে মনে করা হচ্ছে। সে কারণেই প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এই মুহূর্তে কৃষক আন্দোলন-সহ কয়েকটি ইস্যুতে সরকার বেশ কোণঠাসা। এই পরিস্থিতিতে বিরোধীরা মোদি সরকারকে চাপে ফেলতে চেষ্টার কোনও ত্রুটি রাখবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, করোনাজনিত পরিস্থিতিতে এবার ২৯ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন। দুই পর্বে এই অধিবেশন চলবে। প্রথম পর্বের অধিবেশন শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। ৮ মার্চ দ্বিতীয় দফার অধিবেশন শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।