এদিন আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ফুর্তি করে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই মহিলা। বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে লাউগান এলাকায় একটি নির্জন স্থানে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের লোকজনদের অভিযোগ।তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি বিলোনিয়া থানার পুলিশকে জানান তার স্বামী।
অবশেষে লাল রঙের একটি নির্জন এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা। সে অনুযায়ী সেখান থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষপানে শিক্ষিকার আত্মহত্যা সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি একটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের কাছে অভিযোগ করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য উদ্ঘাটিত হবে বলেও সাধারণ মানুষের ধারণা।
পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে তাদের পারিবারিক কলহ ছিল না।পারিবারিক কলহ না থাকলে পুত্রের জন্মদিনে কেন ওই অভাগিনী মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্ত ক্রমে আসল রহস্য উদ্ঘাটন করতে পারে কিনা।