অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।। কৃষক আন্দোলনের চাপে শেষপর্যন্ত পিছু হটল কেন্দ্রীয় সরকার। আপাতত দেড় বছরের জন্য কৃষিআইন মুলতুবি রাখা হবে, কৃষকদের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। যে তিনটি কৃষি আইন নিয়ে মূল বিতর্ক ছিল তা আগামী দেড় বছর কার্যকর করা হবে না।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানান, “সরকার দেড় বছর পর্যন্ত কৃষি আইন মুলতুবি রাখবে, এই সময়ের মধ্যে সমাধান খোঁজার চেষ্টা হবে। দিল্লির প্রবল ঠাণ্ডার মধ্যে দুই মাসের বেশি সময় ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা।
সরকারের নতুন সিদ্ধান্তের পর কৃষকদের আন্দোলন প্রত্যাহারের সম্ভাবনা দেখা দিয়েছে।” একে আন্দোলনকারী কৃষকরা নিজেদের একটা বড় জয় হিসেবেই দেখছেন।
তবে কেন্দ্র একে নিজেদের ধাক্কা মানতে রাজি নয়। এর আগে বেশ কয়েক দফায় কথাবার্তা হয় কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় কোনও সমাধানসূত্র বেরোয়নি।