স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ২০ জানুয়ারি।। উত্তর ত্রিপুরা জেলার পাবিয়াছড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রী নিহত সতী দেবী চকমার পরিবারের হাতে ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত রবিবার পেঁচারথলে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল পাবিয়াছড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রী সতী দেবী চাকমার। সেদিন উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর জনসমাবেশ ছিল। জনসমাবেশ থেকে ফেরার পথেই রেলের ধাক্কায় মৃত্যু হয়েছিল দলীয় নেত্রীর।
মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন রেলের ধাক্কায় নিহত পাবিয়াছড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রীর পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। সে অনুযায়ী বুধবার পেচারথল এর ভিডিও এবং বি এস সি এর চেয়ারম্যান নিহতের বাড়িতে গিয়ে তার দুই পুত্রের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন। সরকারের তরফে দলীয় নেত্রীর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে সন্তোষ ব্যক্ত করা হয়েছে।