অমিত শাহ’র ফের বঙ্গ সফরের আগে দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির

অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।চলতি মাসের শেষের দিকে অমিত শাহ ফের বঙ্গ সফরে আসছেন। আর তার আগে দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির। দলীয় সূত্রে খবর, বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বৈঠকে। সংগঠন ও মানুষের ফিডব্যাক নিয়ে জে পি নাড্ডার কাছে জমা পড়েছে বিস্তারিত রিপোর্ট। এলাকা ধরে ধরে রিপোর্ট জমা দেন ৭ কেন্দ্রীয় পর্যবেক্ষক।

কলকাতার রিপোর্ট জমা দেন গজেন্দ্র সিং শেখাওয়াত। হাওড়া, হুগলির রিপোর্ট দেন কেশবপ্রসাদ মৌর্য। পূর্ব মেদনীপুর ও ঝাড়গ্রামের রিপোর্ট অর্জুন মুণ্ডার। হলদিয়ার রিপোর্ট পেশ করেন মনসুখ মাণ্ডব্য।

মুর্শিদাবাদ ও নদিয়ার রিপোর্ট জমা দেন সঞ্জীব বালান। উত্তরবঙ্গের রিপোর্ট প্রহ্লাদ সিং প্যাটেল এবং বর্ধমান ও আসানসোলের রিপোর্ট বিজেপি সভাপতির কাছে জমা দেন নরোত্তম মিশ্র।

অমিত শাহের বাংলা সফরের আগে গোটা রিপোর্ট জমা পড়বে তাঁর কাছে। বিজেপি সূত্রে খবর, রাজ্যব্যাপী গেরুয়া শিবিরের সংগঠন নিয়েই মূলত আলোচনা হয়। এছাড়াও ভোটের রণকৌশলও ছকে নেওয়ার কাজ চলছে।

উত্তরবঙ্গের রাজনৈতিক ছবি, মূলত পাহাড়-রাজনীতি ঘুরেফিরে আসে বিজেপির জরুরি বৈঠকে। এই বৈঠকে নাড্ডা ছাড়াও ছিলেন বি এল সন্তোষ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো বিজেপির গুরুত্বপূর্ণ নেতারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?