অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।প্রজাতন্ত্র দিবসের দিন এক নতুন ইতিহাস গড়তে চলেছেন লেফটেন্যান্ট স্বাতী রাঠোর। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির আকাশপথে বায়ুসেনার ফ্লাইপাস্টকে নেতৃত্ব দেবেন স্বাতী। বায়ুসেনার ঐতিহ্যবাহী শক্তি প্রদর্শনে এই প্রথম কোনও মহিলা পাইলট নেতৃত্ব দিতে চলেছেন।
আসন্ন প্রজাতন্ত্র দিবসে তাই ইতিহাসের এক নতুন অধ্যায়ের ঢুকে পড়বেন স্বাতী রাঠোর। রাজস্থানের প্রেমপুরা গ্রামের বাসিন্দা স্বাতী। একসময় আজমেরের ময়ূর স্কুলের ছাত্রী ছিলেন তিনি।
জয়পুরের আইসিজি কলেজ থেকে স্নাতক হন তিনি। তাঁর বাবা ভবানী সিং ছিলেন রাজ্য সরকারের কর্মচারী। ছোট থেকেই স্বাতী দেশ সেবার স্বপ্ন দেখতেন। তাই পড়াশোনা শেষ করার পরই শুরু হয় প্রস্তুতি।
বর্তমানে আজমেরে কর্মরত রয়েছেন তিনি। এর আগে বায়ুসেনা দিবসের ফ্লাইপাস্টেও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন স্বাতী।
উল্লেখ্য, গত বছর কেরলের ভয়াবহ বন্যার সময় স্বাতীর দক্ষতার পরিচয় পেয়েছে গোটা দেশ। কয়েক হাজার বন্যাদুর্গত মানুষকে এয়ারলিফট করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৫ বিমানের একটি ফর্মেশনকে নেতৃত্ব দেবেন স্বাতী। এই পদক্ষেপ নিঃসন্দেহে মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাতীকে দেখে আগামী দিনে নিশ্চিতভাবেই আরও অনেক বেশি মহিলা সেনাবাহিনীতে এগিয়ে আসবেন।