হৃতিক রোশান ও টাইগার শ্রফকে নিয়ে বলিউডের অন্যতম হিট সিনেমা ‘ওয়ার’ উপহার দেওয়া নির্মাতা সিদ্ধার্থ। ঘোষণা দিয়েছেন হৃতিক ও দীপিকাকে নিয়ে পরের ছবি ‘ফাইটার’-এর। তার সঙ্গে অভব্য আচরণ করেন এক সহকারী।
শুটিংয়ে মোবাইল আনা ছিল মানা। কিন্তু এক সহকারী সে কথা মানেনি। এ নিয়ে অন্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এ কারণে শুটিংয়ে বাধা পড়ে।
এ বিষয়ে সহাকারীর কাছে জবাব চাইলে সে সিদ্ধার্থের সঙ্গে খারাপ ব্যবহার করে। অন্যদেরও গালিগালাজ করে। এ ঘটনায় ভীষণ ক্ষেপে যান সিদ্ধার্থ। থাপ্পড় মেরে বসেন ওই সহকারীকে। ফিরতি থাপ্পড়ও খেতে হয় তাকে। এ নিয়ে বিশাল হট্টগোল তৈরি হয়, সেদিনের মতো শুটিং স্থগিত হয়।
২০১৮ সালে মুক্তি পায় শাহরুখের সর্বশেষ ছবি ‘জিরো’। যার বক্স অফিস ফলাফল ডাহা ফ্লপ। এর পর কিছু ছবিতে ক্যামিও করলেও একক সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। বর্তমানে তার হাতে আছে রাজকুমার হিরানির নাম প্রকাশ হওয়া ছবিসহ কয়েকটি প্রজেক্ট। এ ছাড়া সম্প্রতি আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে ক্যামিও করেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ চরিত্রে।