তবে মালদ্বীপে গিয়ে সারা যে বিকিনি পরেন তার মূল্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। জানা যাচ্ছে, মালদ্বীপে গিয়ে সারা যে বিকিনি পরেন তার দাম ৫২ হাজার টাকা! অবাক হলেন? বলিউডে পা রাখার পর থেকে সারা আলি খান যে একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছেন, তা বলা বাহুল্য। যদিও সিম্বা, কেদারনাথের পর লভ আজকাল পার্ট টু হোক কিংবা কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েল, কোনওভাবেই সারার ওই দুটি সিনেমা বক্ল অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলে বরুণ ধাওয়ানের সঙ্গে সারা আলি খানের জুটিও দর্শকদের মনে জায়গা করতে পারেনি বলে মন্তব্য করেন অনেকে।
অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে সারার। সারাকে যখন এনসিবি জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই সময় মেয়ের পাশ থেকে সইফ দূরে সরে গিয়েছেন বলে জল্পনা শুরু হয়। যার উত্তরে সইফ স্পষ্ট জানিয়ে দেন, সারার সব বিষয় হয়তো তাঁর ভাল লাগে না। তবে তিনি সব সময় তাঁর সন্তানদের পাশে রয়েছেন বলে সাফ জানান বাবা সইফ আলি খান।