১১ দিন চিকিৎসারত অবস্থার পর আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হয় বুধবার। এলাকাবাসীর অভিযোগ থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করেনি। তাই এদিন তারা মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে সোনামুড়া থানার ওসি ও এসডিপিও এসে অবরোধ তুলতে চাইলে তারা ব্যর্থ হন অবরোধ তুলতে। পরবর্তী সময় অতিরিক্ত মহকুমার শাসক রতন ভৌমিক এসে ৪৮ ঘন্টা মধ্যে আসামী গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় পথ অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।