অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৩৫ তম জন্মদিন। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন সুশান্ত। তবে আজ নিজের জন্মদিন পালন করতে তিনি আর নেই। কারণ ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ।
সুশান্তের মৃত্যুর পর থেকেই জোর জল্পনা শুরু হয়। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও পর্যন্ত প্রয়াত অভিনেতার অনুরাগীদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। এদিকে ১৪ জুনের পর থেকে প্রায় প্রতিদিনই সুশান্তের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনা হোক বলে দাবি জানাতে শুরু করেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
সুশান্তের মৃত্যুর পর এই প্রথম তাঁর জন্মদিন উপলক্ষ্যে অনুরাগীরা তাঁকে স্মরণ করছেন। ছবির মাধ্যমেই সুশান্তকে ভালবাসা জানান তাঁর অনুরাগীরা। মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ ছবি পোস্ট করেন সুশান্ত।
প্রসঙ্গত, মৃত্যুর কয়েক মাস আগে সুশান্ত যখন ছুটি কাটাতে যান বিদেশে, সেই সময় নিউ ইয়র্কের রাস্তায় এক শিশুকে কোলে তুলে নেন। সুশান্তের এই ছবি দেখেই ভক্তদের চোখে জল এসে যায়।
এম.এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরিতে তুখড় অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন সুশান্ত। এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই জাস্টিস ফর সুশান্ত হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ শুরু করেন প্রয়াত অভিনেতার অনুরাগীরা। যা এখনও চলছে।
সুশান্তের মৃত্যুর পর প্রথম জন্মদিনে ফের টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে জাস্টিস ফর সুশান্ত নামের ওই হ্যাশট্যাগ। তবে ভাই সুশান্তের জন্মদিনে তাঁর দিদি শ্বেতা জানান, তিনি ভাইয়ের অপূর্ণ ইচ্ছেপূরণ করবেন।