স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর প্রগতি বিদ্যাভবনকে ইংরেজি মাধ্যমে উন্নত করা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি থেকে ইংরেজী মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকবিভাগে ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ছাত্রী ও অভিভাবকদের বিদ্যালয়ে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বুধবার প্রগতি বিদ্যাভবন আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাপ্রগতি বিদ্যাভবনকে ইংরেজি মাধ্যমে উন্নত করা রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।
প্রগতি বিদ্যাভবন কে ইংরেজি মাধ্যমে উন্নত করার ফলে এলাকার ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে লেখাপড়া করার সুযোগ পাবে। তবে বর্তমানে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করা সহ ইংরেজি মাধ্যম বিদ্যালয়টির পরিকাঠামো উন্নয়নের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকার এবং রাজ্য শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।