বন সংরক্ষণ ও রক্ষা করা সমাজের সকল অংশের মানুষের দায়িত্ব ও কর্তব্য : বনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কমলপুর, ২০ জানুয়ারি।। কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনি ব্লকের চুলুবাড়ি পঞ্চায়েতে আজ দুর্গাচৌমুহনি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া নবনির্মিত ভবনের উদ্বোধন করেন৷ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে বনমন্ত্রী শ্রী জমাতিয়া বলেন, বন সংরক্ষণ ও রক্ষা করা সমাজের সকল অংশের মানুষের দায়িত্ব ও কর্তব্য৷ বনভূমি ধংসের ফলে পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে তেমনি মানব জাতির প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিও আজ সংকটাপন্ন৷

তিনি বলেন, এই রেঞ্জ কার্যালয় এই অঞ্চলের বনভূমি রক্ষা ও বনভূমি সংরক্ষণের মাধ্যমে বন এলাকায় বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নেও সদর্থক ভূমিকা নেবে৷ বনকে ভিত্তি করে রাজ্যে জনজাতি অংশের মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ জাইকা প্রকল্প তাদের মধ্যে অন্যতম৷ এই সমস্ত উন্নয়ন কর্মসূচি রূপায়ণে বনমন্ত্রী সকল অংশের জনগণকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷

অনুষ্ঠানে বিধায়ক আশিস দাস বলেন, জীবনধারণে বনভূমির ভূমিকা অপরিসীম৷ তাই বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মুখ্য বন সংরক্ষক ড. ডি কে শর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, দুর্গাচৌমুহনি বিএসি-র চেয়ারম্যান কুমার হালাম, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস ও মুখ্য বন সংরক্ষক অমিত শুক্লা৷ রেঞ্জ অফিসের উদ্বোধনের পর অতিথিগণ রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?