ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে নোটিশ পাঠিয়েছে জঙ্গীরা। অপহরণ বাণিজ্য নতুন করে শুরু করেছে তারা।বেশ কয়েক বছর অপহরণ বাণিজ্য বন্ধ থাকার পর জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে।বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে সন্ত্রাসবাদীরা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে জানা গেছে।তবে পুলিশ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রজাতন্ত্র দিবস কে সামনে রেখে সন্ত্রাসবাদীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।রাজ্যের সব কটি থানা পুলিশ ফাঁড়ি এবং টিএসআর ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে।প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা সম্ভব হবে বলে পদস্থ কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন।