পদ্মশ্রী দীপা কর্মকারকে ত্রিপুরা বিভূষণ সম্মানে ভূষিত করা হল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারি।। পদ্মশ্রী দীপা কর্মকারকে ত্রিপুরা বিভূষণ সম্মানে ভূষিত করা হলো৷ ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী দীপা কর্মকারকে এই সম্মানে ভূষিত করা হয়৷ পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা সরকার এবারই প্রথম বিভিন্ন রাজ্য নাগরিক সম্মান ২০২১ চালু করেছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস দীপা কর্মকারের হাতে ত্রিপুরা বিভূষণ সম্মান তুলে দেন৷ এই সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা এবং মারক, মানপত্র ও উত্তরীয়৷

আজ পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করা হয় ক্রীড়াবিদ আর্শিয়া দাসকে৷ ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আর্শিয়া দাসকে এই সম্মানে ভূষিত করা হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার হাতে ত্রিপুরা ভূষণ সম্মান তুলে দেন৷ সম্মাননা হিসেবে ২ লক্ষ টাকা এবং মারক, মানপত্র ও উত্তরীয় তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শচীন দেববর্মণ ম’তি সম্মান পেয়েছেন রাজ্যের অন্যতম বেহালাবাদক সুুবল বিশ্বাস৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা তাঁর হাতে শচীন দেববর্মণ ম’তি সম্মান তুলে দেন৷ যন্ত্র সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়৷

সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা এবং মারক, মানপত্র ও উত্তরীয়৷ মহারাণী কাঞ্চনপ্রভা দেবী ম’তি সম্মান পেয়েছেন ডা. মাধবী দেববর্মা৷ রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা তাঁর হাতে কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি সম্মান তুলে দেন৷ সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা এবং মারক, মানপত্র ও উত্তরীয়৷ মহিলাদের সংবেদনশীল ও ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডা. মাধবী দেববর্মাকে এই সম্মান দেওয়া হয়৷ রাজ্য নাগরিক সম্মান ২০২১-এ বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন ডা. অভিনব কান্ত৷

ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় তাঁর হাতে এই সম্মান তুলে দেন৷ সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা এবং মারক, মানপত্র ও উত্তরীয়৷ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে এবছরই ত্রিপুরা সরকার ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মণ ম’তি সম্মান, মহারাণী কাঞ্চনপ্রভা দেবী ম’তি সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি আজকের অনুষ্ঠানে পূর্ণরাজ্য দিবস পুরস্কার হিসেবে সুুনাগরিক পুরস্কার, শ্রেষ্ঠ উদীয়মান উদ্যোগ পুরস্কার, ক’ষি ও উদ্যান, মৎস্যচাষ, প্রাণীপালন, গ্রামীণ শিল্পে উৎসাহিত করার জন্য, শিল্প মহলে কর্মপ্রচেষ্টার জন্য, শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার এবং শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কারও দেওয়া হয়৷

পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে ৯ জন পূর্ণরাজ্য দিবস পুরস্কার পেয়েছেন৷ এই পুরস্কারগুলির মধ্যে সুুনাগরিক পুরস্কার পেয়েছেন অচিন্ত্য ভট্টাচার্য৷ শ্রেষ্ঠ উদীয়মান উদ্যোগ পুরস্কার পেয়েছে কেকস এন বানস ডিলাইট৷ কৃষি ও উদ্যান পালন পুরস্কার পেয়েছেন রূপক চৌধুরী৷ মৎস্যচাষ পুরস্কার পেয়েছেন সুুমন রুদ্রপাল৷ প্রাণীপালন পুরস্কার পেয়েছেন স্বপন দেবনাথ৷ গ্রামীণ শিল্প পুরস্কার পেয়েছেন দেববত দাস৷ শিল্প মহলে কর্মপ্রচেষ্টা পুরস্কার পেয়েছে তীর্থময়ী অ্যালুমিনিয়াম প্রোডাক্টস৷ শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার পেয়েছে খোয়াইয়ের সিঙ্গিছড়া প্যাক্স লিমিটেড৷

শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কার পেয়েছেন প্রশান্ত সেন৷ তাদের হাতে পুরস্কারগুলি তুলে দেন রাজ্যপাল রমেশ বৈস, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মুখ্যসচিব মনোজ কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, তথ্য ও সংস্ক’তি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে এবং মারক, মানপত্র ও উত্তরীয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে বিশেষ অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে৷ শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার টাকা প্রশান্ত সেন আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?