অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।কোনও সুস্থ মানুষ কি কখনও ঘুঁটে খাবেন? এই প্রশ্ন অনেকের কাছেই অবান্তর মনে হতে পারে। কিন্তু এক ব্যক্তি বাস্তবে ঘুঁটে খেয়েছেন। একটি ই-কমার্স সংস্থার মাধ্যমে তিনি ওই ঘুঁটে আনিয়েছিলেন।
এমনকি, তার স্বাদ কেমন তাও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই ব্যক্তির পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসার পরই নেটদুনিয়ায় হাসির ঝড় উঠেছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি এক অনলাইন শপিং সাইট থেকে সম্ভবত কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ঘুঁটের অর্ডার দিয়েছিলেন। যে ই কমার্স সংস্থা থেকে ওই ঘুঁটে এসেছিল তার প্যাকেটে লেখা ছিল কাউ ডাং কেক।
ইংরেজিতে ঘুঁটেকে কাউ ডাং কেক বলা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি সম্ভবত কেক মনে করে ঘুঁটে খেয়েছিলেন। জানা গিয়েছে ঘুটে খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি এটি খেয়েছি। এর স্বাদ খুব খারাপ। এটা খেতে একেবারে ঘাসের মতন এবং অনেকটা কাদা জাতীয়।
এটা খেয়ে আমার পেট খারাপ হয়েছে। দয়া করে এই কেক প্রস্তুত করার সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবেন। না হলে এটা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই রিভিউ পড়ে হাসতে হাসতে পেট ফাটার অবস্থা নেটিজেনদের।
নেটিজেনরা মনে করছেন, যেহেতু অনলাইনে ঘুঁটেকে গোবরের কেক বা কাউ ডাং কেক হিসেবে উল্লেখ করা হয়। তাই সম্ভবত ওই ব্যক্তি কেক ভেবে ঘুঁটে খেয়ে নেন। যার জেরে তাঁর পেট খারাপ হয়।