তিনি আরও বলেন, ইপিডিএস সিস্টেম, সবার ঘরে বিদ্যুত্ সংযোগ পৌঁছে দেওয়ার প্রকল্প সৌভাগ্য যোজনা, আধার কার্ড, জনধন একাউন্ট, সমগ্র রাজ্যে এনসিইআরটি সিলেবাস কার্যকর করা, নবম শ্রেণীর ছাত্রীদের বাই সাইকেল প্রদান, সামাজিক ভাতা, ওডিএফ শৌচাগার নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ এবং শহর), এক কার্ড-এক রেশনের মতো প্রকল্পগুলির ১০০ শতাংশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। তিনি জানান, আয়ুষ্মান ভারত ৮৬.৫৬ শতাংশ, সলিড ওয়েস্ট কালেকশন ৯০ শতাংশ উজ্জ্বলা যোজনা ৯৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে রাজ্যে।
২০১৮ সালের আগে অটল জলধারা মিশনের বাস্তবায়নের হার ছিল নগণ্য, শতকরা ৩ শতাংশ। তিন বছরের কম সময়ে তা বেড়ে হয়েছে ২২ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের সঙ্গে পরিসংখ্যানগত তুলনা না করেই বলা যায়, নতুন সরকার নতুন মানসিকতা নিয়ে রাজ্যের সমস্ত দিকের বিকাশের পথে অগ্রসর হচ্ছে। শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করতে এই কর্মসূচী জারি রাখাই রাজ্য সরকারের এক এবং একমাত্র লক্ষ্য।