স্থানীয় সংবাদমাধ্যমে কথা প্রসঙ্গে সম্প্রতি চলে আসে তাদের বিয়ে নিয়ে প্রশ্ন। বলিউড সেলিব্রিটিদের অনেকেই বলছেন, ভ্যাকসিন এলে বিয়ে করবেন। ভ্যাকসিন তো এসে গিয়েছে। বনি-কৌশানীর কী প্ল্যান?
জবাবে কৌশানী বলেন, ‘‘ডেস্টিনেশন ওয়েডিং হবে। কলকাতায়ও বড় সেলিব্রেশন হবে। এটার সঙ্গে আপস করব না। কিন্তু গত বছর তো তেমন রোজগার হয়নি। তাই টাকা জমাই, তার পরে বিয়ে নিয়ে কথা বলব।’’
বনি-কৌশানীর জুটি ভক্ত ও সোশ্যাল মিডিয়ার ভালোবাসা পেলেও, এই জুটি কি একঘেয়ে হয়ে যাচ্ছে না? কৌশানীর জবাব, ‘‘আমার ক্ষেত্রে এটা খাটে না। অন্যদের সঙ্গেও কাজ করেছি। আমাদের জুটি টাইপকাস্ট হয়ে যাক, সেটা চাইব না।’’
বনি বলেন, ‘‘অনস্ক্রিন-অফস্ক্রিন এই জুটির এমন রসায়ন তৈরি হয়েছে যে, পরিচালকেরা ধরেই নেন আমাদের কাছ থেকে রোমান্স ভালো আদায় করা যাবে। প্রযোজকদেরও বলেছি, অন্য কারও সঙ্গে কাস্ট করতে। কিন্তু এ ধরনের গল্পে তারা আমাদেরই নিতে চান।’’
কৌশানীর মন্তব্য, ‘‘বাকিদের সঙ্গে ছবি করুক, আমার সঙ্গে একটু বেশি করুক।’’ বনির টিপ্পনী, ‘‘ঘরের টাকা তা হলে ঘরেই আসবে।’’ওই প্রতিবেদনে বলা হয়, সায়ন্তন ঘোষালের পরের ছবিতে বনি-কৌশানী থাকলেও তারা পরস্পরের বিপরীতে অভিনয় করছেন না।