ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরে মালিঙ্গা

অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।ব্যতিক্রমি নজিরই গড়লেন লাসিথ মালিঙ্গা। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক বড় তারকাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যান। তাবে লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় না বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

শ্রীলঙ্কান পেসার মালিঙ্গার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়টি আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স বুধবার রাতে নিশ্চিত করেছে।

তার আগে ২০২১ সালের আইপিএলের জন্য মুম্বাই ধরে রাখা খেলোয়াড়, ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। আইপিএলের সবচেয়ে সফল মালিঙ্গাসহ ৭ ক্রিকেটারকে ছেড়ে দেয় দলটি। এরপরই মালিঙ্গার অবসরের সিদ্ধান্ত জানানো হয়।

ব্যতিক্রমী অ্যাকশনের এই বোলার টেস্ট খেলেন না ২০১০ সাল থেকেই। ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে অবসরে যান ওয়ানডে থেকে। তবে টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছেন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০২০ সালের মার্চে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় তারকা ছিলেন মালিঙ্গা। বিশেষ করে আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের মুখ হয়ে উঠেছিলেন।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে শুধু মুম্বাইয়েই খেলেছেন মালিঙ্গা। ২০১৮ ও ২০২০ সালের আসরে শুরু অংশ নেননি।দলটির হয়ে আইপিএলে ১২২ ম্যাচে মাঠে নেমেছেন মালিঙ্গা, উইকেট নিয়েছেন ১৭০টি। চারটি আইপিএল শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

আইপিএল ছাড়াও সিপিএলে জ্যামাইকা তালাওয়াস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিপিএলে খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ মাতিয়েছেন মালিঙ্গা।

ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ২৯৫ ম্যাচে মালিঙ্গার শিকার ৩৯০ উইকেট। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ডোয়াইন ব্রাভোর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?