অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।দেশের শেয়ার বাজারে ইতিহাস। প্রথমবার ৫০ হাজারের সীমা অতিক্রম করল সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গে ২৩০ পয়েন্ট বেড়ে ৫০ হাজারের ঘরে পৌঁছে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক।
পাল্লা দিচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। করোনাভাইরাসের জোড়া টিকা আসার পরই চাঙ্গা হতে শুরু করেছিল ভারতের বাজার।
বিশেষজ্ঞদের বক্তব্য, করোনা টিকার কারণে গত কয়েকদিন বিশ্বজুড়েও সেই প্রবণতা দেখা যাচ্ছিল। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ মুহূর্তে লগ্নিকারীরা পুঁজি বিনিয়োগ করছেন। উৎসাহ বেড়েছে লগ্নির। বিশেষত বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়ছিল। তার জেরে সেনসেক্স ৫০,০০০-এর শিখর ছুঁয়ে ফেলবে বলে মনে করছিলেন অনেকেই।
বুধবার বাজার বন্ধের সময় ৪৯,৭৯২.১২ অঙ্কে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। বৃহ্স্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে তৈরি হয় নয়া রেকর্ড। ৩০৪.৪৫ পয়েন্ট উঠে আপাতত সেনসেক্স ৫০,০৯৬.৫৭ পয়েন্টে পৌঁছে গিয়েছে। আবার ০.৪৪ শতাংশ লাফ দিয়ে ১৪,৭০৮ পয়েন্ট (সকাল ৯ টা ১৬ মিনিট পর্যন্ত) ছুঁয়ে ফেলেছে নিফটি।